Khoborerchokh logo

সাঘাটায় হোসনে আরা ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন 85 0

Khoborerchokh logo

সাঘাটায় হোসনে আরা ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন

আনোয়ার হোসেন রানা গাইবান্ধা থেকেঃ
সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি : বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসিক নেতেৃত্বে সারা দেশে উন্নয়ন অগ্রযাত্র অব্যহত রয়েছে, পাশাপাশি স্বাস্থ্য সেবা  সাধারণ মানুষের দোড়-গোড়ায় পৌঁছে দিতে ইউনিয়নে ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক এবং মা ও শিশুকল্যাণ কেন্দ্র চালু করেছেন তারই  ধারাবাহিকতায় কামালের পাড়ায় হোসনেআরা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু হলো,এখন থেকে কামালের পাড়া ইউনিয়নের সকল মা ও শিশুদের চিকিৎসাসেবা নিতে উপজেলা সদর হাসপাতালে যেতে হবে না,বাড়ির কাছেই চিকিৎসা নিতে পারবেন। এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উপজেলা পর্যায়ের হাসপাতালের ন্যায় সরকারি সব সুযোগ সুবিধা পাবেন রোগীরা। এই উন্নয়ন ও সুযোগ-সুবিধা অব্যহত ভাবে পেতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে সতস্ফুর্তভাবে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে বলে তিনি  এসব  কথা  বলেন।

 গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়ায় হোসনে আরা বেগম ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা  হয়েছে। স্হানীয় সংসদ  সদস্য  মাহমুদ  হাসান  রিপন" এমপি  এর উদ্ধোধন করেন।  রোববার উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজনে ফলিয়াদিগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী সভার আয়োজন করা  হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর গাইবান্ধা জেলা উপ-পরিচালক প্রসেনজিৎ প্রনয় মিশ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, ওসি রাকিব  হোসেন,  সহ-সভাপতি হায়দার আলী, কামালের পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু প্রমুখ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com